কুমিল্লায় অভিযান চালিয়ে ১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। কুমিল্লার দাউদকান্দি মডেল থানা এলাকা থেকে ৮ এপ্রিল (শনিবার) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. হৃদয় (২১)।
কুমিল্লা রিজিওনের দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের একটি দল ৮ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চালক হৃদয়কে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা হয়েছে।