কুমিল্লায় পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং থানা এলাকায় ৪ মার্চ (শনিবার) এসব অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামিদের নাম মো. কাউসার (২৮), মো. মাসুদ রহমান (৩৬), মো. সজিব (২২) ও আরিফুল ইসলাম (২০)।

কুমিল্লায় পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

কুমিল্লা জেলা পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল প্রথমে থানা এলাকায় অভিযান পরিচালনা করে। প্রায় একই সময়ে বুড়িচং থানা-পুলিশও থানা এলাকায় অভিযান চালায়। এসব অভিযানে ২৬ কেজি গাঁজা, গাঁজা পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত একটি অটোরিকশাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ওই চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে