কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার (২৬ এপ্রিল) জেলার চৌদ্দগ্রাম থানাধীন ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি বাজারসংলগ্ন চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. জাকির হোসেনের (৪৫) বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা এলাকায়।
ডিবি কুমিল্লার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন জানান, আসামির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।