কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ জুন) কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন গোপালনগর এলাকা থেকে আসামি মো. রাসেক আহমেদকে (৪২) গ্রেপ্তার করা হয়।
ডিবি কুমিল্লার উপপরিদর্শক (এসআই) সৈয়দ দেলোয়ার হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গাঁজাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করা হয়েছে।