কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ফুলতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি কৃষ্ণ সরকার ওরফে কৃষ্ণার (৩৫) বাড়ি চাঁদপুরের কচুয়া থানা এলাকায়।
ডিবির উপপরিদর্শক (এসআই) মো. আরেফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গাঁজাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা করা হয়েছে।