কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩২ কেজি গাঁজা, ১৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
শনিবার (১৮ নভেম্বর) বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কসংলগ্ন ধনাইতরী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন ঝিনাইদহ সদর থানা এলাকার মো. বিল্লাল হোসেন ওরফে রনি (২৬) এবং কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকার মো. রাকিব হোসেন (২৪)।
ডিবি কুমিল্লা জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৩২ কেজি গাঁজা, ১৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা করা হয়েছে।