কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, দুটি গুলি, একটি চাপাতি ও চারটি রড।
গত শনিবার (১ জুন) দিবাগত রাতে কোতোয়ালি থানাধীন গোমতী নদীর বেড়িবাঁধ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকার সোহেল মোল্লা (৩০) ও নেয়ামতুল (২৭) এবং বরুড়া থানা এলাকার বিল্লাল হোসেন (৩৪) ও আল-আমিন (২৩)।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আউয়াল সুমন জানান, আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।