কুড়িগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)
ডিমের খাঁচার ভেতরে অভিনব কায়দায় রাখা ২১ কেজি গাঁজাসহ ২ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
ডিবির একটি চৌকস টিম গত রাতভর অভিযান চালিয়ে সদর থানাধীন ধরলা ব্রিজসংলগ্ন এলাকা থেকে ওই দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তাঁরা অভিনব কায়দায় ডিমের খাঁচা কেটে তাতে মাদক ভরে নিয়ে যাচ্ছিলেন।
গ্রেপ্তাররা হলেন ফুলবাড়ী বেড়াকুটি এলাকার কুখ্যাত মাদক কারবারি জাহিদুল ইসলাম (৩২) ও নাগেশ্বরীর আনিস (৩৫)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন জানান, গ্রেপ্তার মাদক কারবারিরা ডিমের খাঁচা কেটে তার ভেতরে মাদক ফিটিং করে নিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশের একটি চৌকস টিম তাঁদের গ্রেপ্তার করে। এই বিষয়ে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এর সাথে আরও কেউ জড়িত থাকলে তাঁদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।