কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৭ মে) সকাল থেকে সোমবার (৮ মে) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানায়, কুড়িগ্রামে জিআর পরোয়ানাভুক্ত একজন ও উলিপুরে একজন; কুড়িগ্রামে সিআর পরোয়ানাভুক্ত একজন ও নাগেশ্বরীতে একজন; নিয়মিত মামলায় কুড়িগ্রামে তিনজন, রাজারহাটে পাঁচজন, ভূরুঙ্গামারীতে ১৩ জন ও রৌমারীতে দুজন; আগের মামলায় কুড়িগ্রামে একজন, ভূরুঙ্গামারীতে একজন ও রৌমারীতে দুজন এবং ১৫১ ধারায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।