পুলিশি হেফাজতে গ্রেপ্তার আসামিদের কয়েকজন। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) জেলা পুলিশ জানায়, কুড়িগ্রামে জিআর পরোয়ানাভুক্ত পাঁচজন ও উলিপুরে একজন; কচাকাটায় সিআর পরোয়ানাভুক্ত একজন, নিয়মিত মামলায় কুড়িগ্রামে দুজন, নাগেশ্বরীতে সাতজন, ফুলবাড়ীতে দুজন, ভূরুঙ্গামারীতে দুজন ও কচাকাটায় দুজন এবং ৩৪ ধারায় কুড়িগ্রামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।