কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘন্টায় ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৮এপ্রিল) জেলা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় নাগেশ্বরীতে জিআর পরোয়ানাভুক্ত একজন, ফুলবাড়ীতে একজন, চিলমারীতে একজন ও রাজীবপুরে দুজন; কুড়িগ্রামে সিআর পরোয়ানভুক্ত দুজন, উলিপুরে একজন ও নাগেশ্বরীতে একজন; নিয়মিত মামলায় কুড়িগ্রামে পাঁচজন, উলিপুরে সাতজন, ভূরুঙ্গামারীতে ১১ জন ও নাগেশ্বরীতে একজন; আগের মামলায় উলিপুরে দুজন ও নাগেশ্বরীতে একজন; ১৫১ ধারায় নাগেশ্বরীতে দুজন এবং ভূরুঙ্গামারীতে সাজা পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।