কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৮ মার্চ) জেলা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, নাগেশ্বরীতে জি আর পরোয়ানাভুক্ত দুজন, কুড়িগ্রাম সদরে সি আর পরোয়ানাভুক্ত একজন, উলিপুরে একজন ও রাজিবপুরে একজন, রৌমারীতে জি আর সাজা পরোয়ানাভুক্ত দুজন, কুড়িগ্রাম সদরে সি আর সাজা পরোয়ানাভুক্ত দুজন, আগের মামলায় একজন এবং নিয়মিত মামলায় উলিপুরে চারজন, নাগেশ্বরীতে চারজন, ফুলবাড়িতে দুজন এবং ভূরুঙ্গামারীতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।