কুড়িগ্রাম জেলা পুলিশের পৃথক অভিযানে ৫০ বোতল ইস্কাফ, ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) ফুলবাড়ী ও চিলমারী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়ী থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার কাশিপুর গ্রামের নিজ বাড়ি থেকে ৫০ বোতল ইস্কাফসহ আসামি মোছা. ফাতেমা বেগমকে (৩২) গ্রেপ্তার করা হয়।
চিলমারী থানা-পুলিশ জানায়, থানাহাট পাইলট উচ্চবিদ্যালয় থেকে গাঁজাসহ আসামি সাগর চন্দ্র রায়কে (২০) গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।