কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) জেলা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, রাজিবপুরে জি আর পরোয়ানাভুক্ত একজন ও সি আর পরোয়ানাভুক্ত একজন, উলিপুরে সাজা পরোয়ানাভুক্ত দুজন, নিয়মিত মামলায় কুড়িগ্রাম সদরে তিনজন, রাজারহাটে চারজন, ভূরুঙ্গামারীতে একজন ও কচাকাটায় একজন এবং আগের মামলায় কুড়িগ্রাম সদর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।