
কুড়িগ্রামের নাগেশ্বরী থানা-পুলিশ ও রাজিবপুর থানাপুলিশের পৃথক দুটি অভিযানে এক কেজি গাঁজা, ৪২ পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।
আজ ১ মার্চ সকাল ১০টা ২০ মিনিটে নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর বোর্ডেরহাট এলাকায় নাগেশ্বরী অনন্তপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি মো. নুর আমিনকে (৪৫) এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।
অন্যদিকে একই দিনে রাজিবপুর থানা-পুলিশের একটি চৌকস টিম সকাল আনুমানিক ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানাধীন ধুলাউরি এলাকা থেকে চর রাজিবপুরের ধুলাউরি গ্রামের কুখ্যাত মাদক কারবারি ইয়াকুব আলীকে ৪২ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
তিনি বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ ব্যাপারে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।