কুড়িগ্রাম জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা (প্যারেড পরীক্ষা) বুধবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশ লাইনস মাল্টিপারপাস ড্রিলশেডে কনস্টেবল থেকে নায়েক, কনস্টেবল থেকে এটিএসআই, নায়েক থেকে এএসআই ও এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির জন্য এই প্যারেড পরীক্ষা হয়।
পরীক্ষা গ্রহণ কমিটিতে ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, লালমনিরহাট জেলার এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক, আরআই পুলিশ লাইনস কাজী আকির হোসেন।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশ নেওয়া পুলিশ সদস্যদের কুড়িগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কঠোর দিকনির্দেশনা দেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।