কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে জিআর ওয়ারেন্ট মূলে ১৫ জন (কুড়িগ্রাম-৬, উলিপুর-২, নাগেশ্বরী-৪, রৌমারী-২, কচাকাটা-১), সিআর ওয়ারেন্ট মূলে ১৭ জনকে (উলিপুর-৭, নাগেশ্বরী-৯, ভূরুঙ্গামারী-১), নিয়মিত মামলায় ৮ জনকে (কুড়িগ্রাম-৩, নাগেশ্বরী-১, ভূরুঙ্গামারী-২, রৌমারী-২), আগের মামলায় ৩ জনকে (কুড়িগ্রাম-২, উলিপুর-১), সাজা সিআর ওয়ারেন্ট মূলে ১ জনকে (উলিপুর) গ্রেপ্তার করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য এই অভিযান অব্যাহত থাকবে।