কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে দুই শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ ছাড়া স্কুলের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় মিষ্টি ও চকলেট।
সোমবার (১৫ জানুয়ারি) চর রাজীবপুর উপজেলার ঢূষমারা থানাধীন প্রত্যন্ত মোহনগঞ্জ চরের লোকজনের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
শীতবস্ত্র পেয়ে জেলা পুলিশকে ধন্যবাদ জানান শীতার্তরা। মোহনগঞ্জ চরের বাসিন্দা সখিনা বেওয়া বলেন, ’এত্ত্যি কাহোই আসেনাই বাহে, তোমরা আসিলেন কম্বল নিয়ে, তোমাক ধন্যবাদ।’
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘পুলিশ ও জেলা প্রশাসন ধারাবাহিকভাবে এই শীতে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করছে। আজ কুড়িগ্রামের প্রত্যন্ত চর মোহনগঞ্জের মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’