কুড়িগ্রাম জেলার থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এসব অভিযান চলে।
জানা যায়, জিআর ওয়ারেন্ট মূলে ৬ জন, সিআর ওয়ারেন্ট মূলে ৫ জন, নিয়মিত মামলায় ৮ জন, পূর্বের মামলায় ৪ জন, ৩৪ ধারায় ২ জনসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানা-পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।