কুড়িগ্রাম জেলা পুলিশের পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা, ২৪টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) কুড়িগ্রাম সদর ও সোমবার (১৯ জুন) রৌমারী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন লালমনিরহাট সদর থানা এলাকার মো. নজরুল ইসলাম (৫২) এবং রৌমারী থানা এলাকার মো. আসাদুল ইসলাম আসাদ (৩৪)।
ডিবি কুড়িগ্রাম জানায়, মঙ্গলবার সকালে সদর থানাধীন কাঁঠালবাড়ি বিদ্যানিকেতন স্কুলের সামনে থেকে ৫ কেজি গাঁজাসহ আসামি নজরুলকে গ্রেপ্তার করা হয়।
রৌমারী থানা-পুলিশ জানায়, সোমবার রাতে রৌমারী বাজার এলাকা থেকে ২৪টি ইয়াবা বড়িসহ আসাদকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।