
কুড়িগ্রাম জেলা কারাগারে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাদক না নেওয়ার শপথ নেন কারাবন্দীরা।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু জাফরের প্রচেষ্টায় ও ভারপ্রাপ্ত জেল সুপার নিশাত তামান্নার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
এ সময় সিভিল সার্জন মঞ্জুর-এ-মুর্শেদ, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো. কাজিউল ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী উপস্থিত ছিলেন।
সভায় অতিথিবৃন্দ বলেন, যাঁরা মাদকের মামলায় কুড়িগ্রাম কারাগারে আটক আছেন, তাঁরা যেন কারাগার থেকে ফিরে আর মাদকের সঙ্গে না জড়ান। তাঁরা সুস্থ, স্বাভাবিক, ইতিবাচক ও কর্মময় নান্দনিক জীবনে ফিরে আসতে পারেন, সে বিষয়ে প্রেরণামূলক প্রতিশ্রুতি ব্যক্ত করেন অতিথিবৃন্দ। একই সঙ্গে মাদকমুক্ত কুড়িগ্রামের জন্য সম্মিলিত সহযোগিতার কথাও ব্যক্ত করেন তাঁরা।