কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে মঙ্গলবার সিসিটিভি মনিটরিং সেলের উদ্বোধন করেছেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহা. আব্দুল আলীম মাহমুদ বিপিএম।
বেলা সাড়ে ১১টার দিকে তিনি এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের এসপি আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। ওই সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোর্শেদুল হাসান পিপিএম।
এসপি মাহফুজুল ইসলামের উদ্যোগে প্রথম ধাপে কুড়িগ্রাম শহরের মোট ৩২টি পয়েন্টে আইপি ক্যামেরা স্থাপন করেন। তিনি পুলিশ সুপারের কার্যালয়ে সিসিটিভি মনিটরিং সেল স্থাপন করেন। সেখানে পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা সিসিটিভি মনিটরিং করবেন।