উদ্বোধন করা হচ্ছে আন্তথানা কাবাডি টুর্নামেন্টের। ছবি-সংগৃহীত

কুড়িগ্রাম জেলায় গতকাল ১৫ জুলাই থেকে শুরু হয়েছে ২ দিনব্যাপী আন্তথানা কাবাডি টুর্নামেন্ট-২০২৪।

কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও কুড়িগ্রাম জেলা পুলিশের সহোযোগিতায় মোট ৮টি দলের অংশগ্রহণে আন্তথানা কাবাডি টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পৌর মেয়র কাজিউল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম টুকু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. রেদওয়ানুল হক দুলাল।

কাবাডি প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে ৮টি দল অংশগ্রহণ করে। ২য় রাউন্ড শেষে আজ ১৬ জুলাই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পুলিশের আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) [পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত] মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার, উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা ও পুলিশ লাইনসের আরআই কাজী আকির হোসেন। সূত্র: সকালের খবর