কুড়িগ্রামে রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা দেয় জেলা পুলিশ। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা প্রদান করেছে।

সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রাকে স্বাচ্ছন্দ্যময় করতে সার্বক্ষণিক মোতায়েন ছিল কুড়িগ্রাম জেলা পুলিশ।

রুটম্যাপ, রুট নিরাপত্তা, রথযাত্রা-পরবর্তী আনন্দ-আরতি সব পর্যায়ে সতর্কভাবে দায়িত্ব পালন করে চলেছে পুলিশ।
ধর্মীয় গুরুদের সঙ্গে সহমর্মিতার সঙ্গে অব্যাহত রেখেছে যোগাযোগ।

রথযাত্রা উপলক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছেন ট্রাফিক বিভাগের সদস্যরা। এ ছাড়া ডিবির একটি চৌকস টিম, কুইক রেসপন্স টিম, মোবাইল টিমসহ সাদাপোশাকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিশ্চিত করা হয় কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা।

কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী ও কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা সফলভাবে রথযাত্রার নিরাপত্তা ডিউটি সম্পন্ন করেন।