কুড়িগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা প্রদান করেছে।
সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রাকে স্বাচ্ছন্দ্যময় করতে সার্বক্ষণিক মোতায়েন ছিল কুড়িগ্রাম জেলা পুলিশ।
রুটম্যাপ, রুট নিরাপত্তা, রথযাত্রা-পরবর্তী আনন্দ-আরতি সব পর্যায়ে সতর্কভাবে দায়িত্ব পালন করে চলেছে পুলিশ।
ধর্মীয় গুরুদের সঙ্গে সহমর্মিতার সঙ্গে অব্যাহত রেখেছে যোগাযোগ।
রথযাত্রা উপলক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছেন ট্রাফিক বিভাগের সদস্যরা। এ ছাড়া ডিবির একটি চৌকস টিম, কুইক রেসপন্স টিম, মোবাইল টিমসহ সাদাপোশাকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিশ্চিত করা হয় কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা।
কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী ও কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা সফলভাবে রথযাত্রার নিরাপত্তা ডিউটি সম্পন্ন করেন।