কুড়িগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৭০ বোতল ফেনসিডিল ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) দিবাগত রাতে কুড়িগ্রাম পৌরসভার মধুর মোড় এলাকা থেকে ফেনসিডিলবাহী অটোরিকশাটি জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন জানান, এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।