কুড়িগ্রাম জেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে আয়োজনের জন্য সদর উপজেলার ভোটকেন্দ্রগুলোর জন্য নিয়োজিত প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম কালেক্টরেট স্কুলের হল রুমে রোববার বিকেল চারটার দিকে এ প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মুসফিকুল আলম হালিম, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান, কুড়িগ্রাম সদর নির্বাচন অফিসার হাওলাদার মোহাম্মদ কামরুল হাসানসহ কুড়িগ্রাম সদর উপজেলার প্রিসাইডিং অফিসাররা।
প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নির্বাচন কমিশনের সব আদেশ-নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন।