কুড়িগ্রামে পুলিশ অভিযান চালিয়ে আন্তজেলা গরু চোর চক্রের হোতাকে গ্রেপ্তার করেছে। এ সময় পাঁচটি গরু উদ্ধার করা হয়েছে। লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্তবর্তী ছিনাই ও ঘড়িয়ালডাঙ্গা এলাকায় ৬ জুলাই (শনিবার) রাতভর অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তার আসামির নাম আতিকুর রহমান ওরফে আতিক কসাই। গ্রেপ্তারের পর তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জেলা পুলিশ জানায়, গত ১৫ জুন কুড়িগ্রামের রাজারহাট থানায় গরু চুরির মামলা হয়। এরপরই কাজ শুরু করে থানা-পুলিশ। তারই ধারাবাহিকতায় পুলিশের একটি দল ৬ জুলাই লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্তবর্তী ছিনাই ও ঘড়িয়ালডাঙ্গা এলাকায় রাতভর অভিযান চালিয়ে আন্তজেলা গরু চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য আতিকুর রহমান ওরফে আতিক কসাইকে গ্রেপ্তার করেছে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে দুটি চোরাই গরু উদ্ধার করা করা হয়েছে। এরপর আদালতে তাঁর দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে লালমনিরহাট সদরের পঞ্চগ্রাম এলাকা থেকে আরও তিনটি গরু উদ্ধার করে রাজারহাট থানা-পুলিশ।
কুড়িগ্রাম পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, রাজারহাটে গ্রেপ্তার আসামি আতিক কসাই গরু চুরির ঘটনার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মোট পাঁচটি গরু উদ্ধার করেছে থানা-পুলিশ।