কুড়িগ্রামে পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজা, মদসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ২৫ নভেম্বর (শুক্রবার) এসব অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার আসামিদের নাম মো. বাবলু মিয়া ওরফে বাবলু (৪৫), মো. জিয়ারুল হক (৪০), মো. মমিনুল ইসলাম খন্দকার ও মো. লিটন মিয়া (২০)।
কুড়িগ্রাম জেলা পুলিশ জানায়, নাগেশ্বরী থানা-পুলিশ ২৫ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে থানার দক্ষিণ রামখানা শুকুরটারী এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ বাবলু ও জিয়ারুলকে গ্রেপ্তার করেছে। বাবলুর বিরুদ্ধে আগেও তিনটি মাদক মামলা রয়েছে।
এদিকে উলিপুর থানা-পুলিশ একই দিন বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার থেতরাই পাকার মাথা এলাকায় অভিযান চালিয়ে ৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেলসহ মমিনুলকে গ্রেপ্তার করেছে।
একই দিন রৌমারী থানা-পুলিশ থানা এলাকায় অভিযান চালিয়ে ২ বোতল বিদেশি মদসহ লিটনকে গ্রেপ্তার করেছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, জেলা পুলিশের তিনটি চৌকস টিম কুড়িগ্রামের নাগেশ্বরী, উলিপুর ও রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ২ বোতল বিদেশি মদসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।