কুড়িগ্রামে পুলিশ অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত ইঞ্জিনচালিত একটি নৌকাসহ দুই মাদক কারকারিকে গ্রেপ্তার করেছে। কুড়িগ্রাম সদর থানা এলাকা থেকে ২ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিদের নাম মো. মজিবর রহমান (৫০) এবং মো. আতাউর রহমান (২০)।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানা-পুলিশের একটি দল ২ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম ধরলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ফুলবাড়ী থানা এলাকা থেকে আসা ইঞ্জিনচালিত একটি নৌকা থেকে ১৭ কেজি গাঁজাসহ মজিবর ও আতাউরকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার মাদক কারবারি দুজনের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।