কুড়িগ্রামে জেলা পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধে ২৪ জনকে গ্রেপ্তার করেছে। ১৩ নভেম্বর (রোববার) থেকে ১৪ নভেম্বর (সোমবার) পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশ জানায়, কুড়িগ্রামের বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে রৌমারী থেকে সিআর পরোয়ানাভুক্ত একজন, নিয়মিত মামলায় সদর থানা থেকে পাঁচজন, রাজারহাট থেকে ছয়জন, উলিপুর থেকে দুজন, ফুলবাড়ী থেকে দুজন ও ভূরুঙ্গামারী থেকে দুজন, আগের মামলায় নাগেশ্বরী থেকে দুজন ও ভূরুঙ্গামারী থেকে একজনকে এবং ১৫১ ধারায় ভূরুঙ্গামারী থেকে তিনজনসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়।