কুড়িগ্রামে জেলা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় কয়েকজনের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়।
কুড়িগ্রামের বিভিন্ন থানা এলাকায় ৪ নভেম্বর (শুক্রবার) থেকে ৫ নভেম্বর (শনিবার) পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়।
এ সময় খুন, অগ্নিসংযোগ, নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের বিভিন্ন মামলার পলাতক আসামিদের মধ্যে জিআর পরোয়ানাভুক্ত তিনজনকে (সদর থানা এলাকা থেকে দুজন, উলিপুর থেকে একজন) সিআর পরোয়ানাভুক্ত আটজনকে (উলিপুর থানা এলাকা থেকে দুজন, নাগেশ্বরী থানা এলাকা থেকে পাঁচজন এবং কচাকাটা থেকে একজন) গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নিয়মিত মামলায় চার আসামি এবং আগের মামলার এক আসামিকেও গ্রেপ্তার করা হয়।