কুড়িগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নাগেশ্বরী থানাধীন নেওয়াসি ইউনিয়নের গাগলা বলদীটারী গ্রামের নিজ বাড়ি থেকে আসামি মো. মফিজুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন জানান, আসামির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।