পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা ফেনসিডিল। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২২ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক কারবারি স্বপন কুমার দাসকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে জেলার উলিপুর থানাধীন পাঁচপীর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি স্বপনের বাড়ি নাগেশ্বরী থানাধীন দক্ষিণ রামখানা এলাকায়। তাঁর বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা আছে।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজ্জাদ হোসেন জানান, আসামির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।