কুড়িগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে মনোনীত ৭৯ জন প্রার্থী। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের (ডিসেম্বর ২০২২) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জেলা পুলিশ লাইনসের মাল্টিপারপাস ড্রিলশেডে চূড়ান্তভাবে মনোনীত ৭৯ জনের নাম প্রকাশ করেন কুড়িগ্রাম জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

এ সময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন।

জেলা পুলিশ জানায়, ৫ ফেব্রুয়ারি নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু হয়। শারীরিক সহনশীলতা, লিখিত ও মৌখিক পরীক্ষার পর চূড়ান্তভাবে মনোনীতদের নাম প্রকাশ করা হলো। কুড়িগ্রাম জেলায় নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে টিআরসি পদে নিয়োগের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

পুলিশ সুপার বলেন, কনস্টেবল রিক্রুটমেন্ট পরীক্ষার পুরো প্রক্রিয়াটি ডিজিটালাইজডভাবে অনলাইনে সম্পন্ন করতে হয় বিধায় প্রক্রিয়াটি শতভাগ নির্ভুল। এটি ধাপে ধাপে এমন সিস্টেমেটিক ডিজাইনে স্তরে স্তরে সাজানো যে শুধু মেধাবী, যোগ্য ও শারীরিকভাবে সক্ষম প্রার্থীরাই উত্তীর্ণ হতে পারে, অন্য কেউ নয়। চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মমিনুল করিম, নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং কুড়িগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল হিসেবে নিয়োগ পেতে ৭৯টি শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ২ হাজার ৭৮৮ জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ৬১২ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় ২১১ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে চূড়ান্তভাবে ৭৯ জনকে মনোনীত করা হয়।