কুড়িগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
আজ ১৮ জুন রোববার কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এ ছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মিনহাজুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব মো. আকরাম হোসাইন, উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ জনাব আবু যোবায়ের আল মুকুল, সাংবাদিক জনাব অ্যাড. আহসান হাবিব নিলুসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য, সাংবাদিক ও খেলোয়াড়বৃন্দ।
জেলা প্রসাশক ও পুলিশ সুপার বলেন, কলেজ পর্যায়ে এই প্রথম এই আয়োজন কুড়িগ্রামের তরুণসমাজকে নতুনভাবে উদ্দীপ্ত করবে, মাদক জুয়া থেকে বিরত রাখবে এবং সৃষ্টিশীল প্রজন্ম গঠনে সহায়ক হবে।