কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৩৫টি ইয়াবা, ৭০০ গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার নির্দেশে নাগেশ্বরী থানা-পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। ওই ব্যক্তিদের বিরুদ্ধে এর আগেও চারটি মাদক মামলা হয়।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে নাগেশ্বরী থানার পুলিশ নাগেশ্বরী পৌরসভাধীন পশ্চিম নাগেশ্বরী মৌজায় সাতানীপাড়ায় অভিযান চালিয়ে মো. সিরাজুল ইসলাম (৩৮) ও মো. ফারুক আহম্মদকে (৩০) ৩৫টি ইয়াবা বড়ি, ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। এ ছাড়া তাঁদের কাছ থেকে মাদক বিক্রির ১২ হাজার টাকা জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।