নড়াইল সদর থানা এলাকায় এক কিশোরের (১৬) পায়ের রগ কাটার অভিযোগে এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (১৫ ডিসেম্বর) যশোরের কোতোয়ালি থানাধীন রাজাপুর থেকে আসামি মো. রয়েল শেখকে (৩২) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি নড়াইল সদর থানা এলাকায়।
পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান জানান, ৫ ডিসেম্বর দুপুরে নড়াইল সদর থানাধীন মহিষখোলা গ্রামের আরিয়ান মণ্ডলকে (১৬) অপহরণ করেন আসামি তুষার শেখ, রয়েল শেখ, রুমানা পারভীন কেয়া, নিশি ও এস এম পলাশ। এরপর ভুক্তভোগীকে নড়াইল-গোবরা সড়কের পার্শ্ববর্তী এলাকায় নিয়ে যান। পরে দুই সহযোগী মুকুল ও মোস্তাইন হাবিব এলানকে ডেকে আনেন তাঁরা। একপর্যায়ে ভুক্তভোগীর পায়ের রগ কেটে ও কুপিয়ে রক্তাক্ত করেন। এ ঘটনায় ৬ ডিসেম্বর সদর থানায় মামলা করা হয়।
পুলিশ সুপার আরও জানান, তদন্তের একপর্যায়ে অভিযান চালিয়ে আসামি রয়েলকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।