কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ভৈরব থানা এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
কিশোরগঞ্জ ডিবির এসআই ফারুক আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৮ ডিসেম্বর বিকেল ৫টার দিকে ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাসেল (৩০) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।