কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
জেলা ডিবির এসআই মো. রমজান আলীর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৭ মার্চ রাত ৮টা ৫০ মিনিটে কটিয়াদী থানাধীন আচমিতা এলাকায় অভিযান চালিয়ে মো. জনি (২১) ও মো. হুমায়ুন কবির (২২) নামের দুই মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
এ ঘটনায় কটিয়াদি থানায় মামলা করা হয়েছে।