১০০ ইয়াবাসহ বাজিতপুর থানা এলাকা থেকে ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ জেলাপুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
জেলা ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৩ নভেম্বর ৩টা ২৫ মিনিটে বাজিতপুর থানাধীন নিলখী এলাকার বাংলা বাজার থেকে পিরিজপুরগামী পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে মো. রাজিব মিয়া ওরফে রাসেল (২৮) ও মো. মোজাম্মেল খানা (২৮) নামের দুজন মাদক কারবারিকে ১০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।