কিশোরগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১০০টি ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
জেলা ডিবির একটি চৌকস টিম ২৪ জুলাই রাত পৌনে ১২টায় কটিয়াদী মডেল থানার মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. শাকিল হোসেন (২৬) নামের মাদক কারবারিকে ইয়াবা বিক্রি করার সময় হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য কিনে এনে কটিয়াদী থানা ও আশপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।