কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
জেলা ডিবির একটি চৌকস টিম ৫ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার নাপিতের চর এলাকায় অভিযান চালায়। এ সময়
পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইকবাল হোসেন (৩০) ও মো. আনোয়ার হোসেন (৩০) নামের দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
তাঁরা এ সময় ইয়াবা বিক্রি করছিলেন।
গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা পরস্পর যোগসাজশে বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য কিনে এনে কুলিয়ারচর থানা ও আশপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছেন।
এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।