কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
জেলা ডিবির একটি চৌকস টিম আজ ১৬ জুন
বেলা সোয়া ১১টার সময় ২ পাকুন্দিয়া থানার কুর্ষাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. মোস্তফা ওরফে মন্তু (৪২) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করে।এ সময় তিনি গাঁজা বিক্রি করছিলেন। তিনি কুর্ষাকান্দা এলাকার মো. সায়েম উদ্দিনের ছেলে।
গ্রেপ্তার মো. মোস্তফাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিভিন্ন অঞ্চল থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য কিনে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছেন।
এ ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।