ডিবির অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

কিশোরগঞ্জ জেলার নিকলী থানা-পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা, ১০০টি ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

নিকলী থানার এসআই (নিরস্ত্র) মাহমুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম আজ ১৫ জানুয়ারি সকাল ৬টা ২০ মিনিটে নিকলী থানাধীন ছাতিরচর এলাকার ছাতিরচর পূর্ব গুদারাঘাটে অভিযান চালিয়ে মো. মোহন (২৪) ও মো. জাহাঙ্গীর চৌধুরী (৩০) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের হেফাজতে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে কিশোরগঞ্জ ডিবির এসআই (নিরস্ত্র) মো. জামিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জানুয়ারি দিবাগত রাত সোয়া ১২টার সময় সদর থানাধীন বানিয়াকান্দি (যশোদল) এলাকায় অভিযান পরিচালনা করে মো. মিলন (২৬) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজতে থাকা ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।