কিশোরগঞ্জ শহরে পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করতে বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম।
রোববার (২২ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ শহরের লক্ষ্মীনারায়ণ ও গোপীনাথ মন্দিরসহ বেশ কয়েকটি মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় পূজামণ্ডপের সার্কিব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বেশ কিছু পরামর্শ দেন পুলিশ সুপার। নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন পূজা উদযাপন কমিটির নেতারা।