কিশোরগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। কিশোরগঞ্জের কটিয়াদী থানা এলাকা থেকে ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. আক্কাছ আলী (৪৫)।

জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী থানার গচিহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ১২ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ১টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী থানার পশ্চিম সহশ্রাম এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ আক্কাছ আলীকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ জেলাসহ আশপাশের এলাকাগুলোয় দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে কটিয়াদী থানায় এর আগেও চারটি মাদক মামলা রয়েছে।