পুলিশের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা-পুলিশ ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

পাকুন্দিয়া থানার পুলিশের একটি টিম আজ শুক্রবার বেলা আড়াইটার সময় পাকুন্দিয়া থানাধীন চরকাওনা এলাকায় অভিযান চালিয়ে হোসেনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমন মিয়াকে (১৯) গ্রেপ্তার করে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।