কিশোরগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ১০০টি ইয়াবা বড়ি, ৪০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (১১ জুন) ও বুধবার (১২ জুন) জেলার ভৈরব থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন ভৈরব থানা এলাকার আল-মামুন সরকার (২৪) এবং সিলেটের জকিগঞ্জ থানা এলাকার আব্দুস ছাত্তার (৭০) ও সাইদুল ইসলাম (২১)।
ডিবি কিশোরগঞ্জের উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব থানাধীন কমলপুর থেকে ইয়াবা, মোটরসাইকেলসহ আসামি মামুনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ভৈরব থানায় মামলা করা হয়েছে।
ডিবি কিশোরগঞ্জের উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন জানান, বুধবার ভোরে ভৈরব থানাধীন ভৈরবপুরসংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ফেনসিডিলসহ আসামি ছাত্তার ও সাইদুলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা করা হয়েছে।