কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা, ১২০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। কিশোরগঞ্জের কটিয়াদী থানা ও সদর থানা এলাকা থেকে ১১ ডিসেম্বর (সোমবার) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের নাম মো. ইসমাইল মিয়া (৩০) ও আশিক (২১)।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ১১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী থানার চর ঝাকালিয়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ইসমাইলকে গ্রেপ্তার করেছে। এর তিন ঘণ্টা পর ডিবির আরেকটি দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর থানার কিশোরগঞ্জ পৌরসভার সিদ্ধেশ্বরী তিনরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে আশিককে ১২০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে।