কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪০০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। কিশোরগঞ্জের ভৈরব থান ও সদর থানা এলাকা থেকে ২৮ নভেম্বর (মঙ্গলবার) তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের নাম মাসুম ওরফে মামুন (৩৬), মো. সাদ্দাম (২৭) ও মো. শফিকুল ইসলাম (৩২)।
জেলা পুলিশ জানায়, ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে ভৈরব থানার রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০০টি ইয়াবাসহ মাসুম ওরফে মামুন এবং সাদ্দামকে গ্রেপ্তার করেছে। ডিবির আরেকটি দল গোপন সংবাদের ভিত্তিতে একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে কিশোরগঞ্জ সদর থানার বিন্নাটি এলাকায় অভিযান চালিয়ে ১০০টি ইয়াবাসহ শফিকুলকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দুটি মামলা হয়েছে।